পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মানব দেহের মাথার খুলি সহ বিভিন্ন অংশ উদ্ধার করেছে।
পুলিশ সুপার জনাব এস,এম, সিরাজুল হুদার দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোজাফ্ফর হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দেবীগঞ্জ থানার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট ডাঙ্গাপাড়া গ্রামের রিয়াজুল ইসলাম ওরফে বদলীর বসত বাড়ীতে মানব দেহের কঙ্কাল ট্রাঙ্ক থেকে বের করে মাটিতে পুতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সেখানে হাজির হয়ে ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী রিয়াজুল ইসলাম পালিয়ে যায়। পরে তার স্ত্রী কমলা আক্তার (পুতুল) কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে অস্বীকার করে। পরে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খুজাখুজি করলে আসামীর গোসলখানার পাশে মাটির নিচ হতে ০৪টি মাথার খুলি সহ শরীরের বিভিন্ন অংশের মোট ২শ ৯৩ টি হাড় উদ্ধার করে এবং কমলা (পুতুল) ও নাছিমাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা ২০ অক্টোবর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।