ঢাকাবুধবার , ২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

গলাচিপায় গাঁজা সহ গ্রেফতার ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ একটি চৌকস দল। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মজিবর বয়াতি (৩৯) পিতা- মৃত হানিফ বয়াতি , সাং- বড় চৌদ্দকান্দি রতনদী তালতলী ইউনিয়ন ও মোঃ রাকিব সিকদার (২২) পিতা- আলাউদ্দিন সিকদার, সাং সামুদাবাদ ০৭ নং ওয়ার্ড গলাচিপা পৌরসভা। এসময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, (বিপিএম, পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ) এর নির্দেশনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর তত্ত্বাবধানে এসআই (নি:)সুকণ্ঠ দে সঙ্গীয় অফিসার এএসআই (নি:) দিবাকর চন্দ্র দাস ও ফোর্স এর সহায়তায় গলাচিপা থানার রতনদি তালতলী ইউনিয়ন হতে অভিযান পরিচালনা করে মোঃ মজিবর বয়াতি নামে একজনকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে গলাচিপা থানার এস আই নিজাম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গলাচিপা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সামুদাবাদ রোডের রাকিব সিকদারের বসত ঘরের সামনে থেকে মোঃ রাকিব সিকদার কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ত্রন আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারনী ১৯(ক) এ মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর ০৮/২০২২ ও ০৯/২০২২। এছাড়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com