জেলায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালি এলাকায় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বরুনাগাঁও এলাকার উসমান আলীর ছেলে সহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. পায়েল (২৩)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন সহিদুল ও পায়েল। পথে কালমেঘ বারঢালি এলাকায় বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম আজ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুও মামলা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com