দীর্ঘ ১৪ বছর পরে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর বিএনপির ঐক্যবদ্ধ দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ অক্টোবর সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নূরাণী মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আ. ছত্তার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু কুট্টি সরকার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খান ও অ্যাডভোকেট মিজানুর রহমান টোটন।
এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com