ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দাগনভূঞা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

দাগনভূঁইয়া (ফেনী) প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে শনিবার ফেনীর দাগনভূঞা উপজেলা

নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেলী ও সমাবেশ এর আয়োজন করা হয়।

নিসচা দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, উক্ত রেলী তে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য খায়েজ আহাম্মদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান,বর্তমান জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার শেফালী, ট্রাফিক ইনস্পেক্টর আমিনুর, নিসচার কেন্দ্রীয় নেতা দাগনভূঞা শাখার উপদেষ্টা মিজানুর রহমান হিরো, বাজার কল্যান সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন লিটন, উপজেলা আওয়ামী নেতা নিসচার দাগনভূঞা শাখার উপদেষ্টা, মনসুর আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আবদুল আউয়াল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক মোখছুদের রহমান পাভেল, বীর মুক্তিযোদ্ধা আল তাহের,আতাতুর্ক স্কুল মার্কেট কমিটির সহ সভাপতি ওসমান ফারুক, দাগনভূঞা পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল, সাংবাদিক,শ্রমিক সমিতি, সি এন জি সমিতি,পরিবহন শ্রমিক, প্রবাসী, সংগঠক, ব্যবসায়ী সহ দাগনভূঞার বিভিন্ন শ্রেণী পেশার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে রেলীটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে জিরো পয়েন্ট এসে শেষ হয়। এদিকে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার উপজেলা অফিসার্স ক্লাব সহকারী কমিশনার ভূমি গাজালা পারভিন রুহি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, আরও বক্তব্য রাখেন ওসি তদন্ত আবদুল ওহাব, উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com