ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মেয়র আলালের আত্মার শান্তি কামনায় মন্দিরে প্রার্থনা করালেন-সাদ্দাম আকঞ্জি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন (৫৭) এর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরসভার বিভিন্ন মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি।

প্রার্থনা সভায় নেতৃবৃন্দ মেয়র আলা উদ্দিনের স্মৃতিচারণ করে বলেন, আমরা যে মানবিক মানুষটিকে হারিয়েছি তা কখনও পূরণীয় নয়। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মের জন্য দুর্গাপুরবাসী তাঁকে চিরকাল স্মরন করবে।

উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারী হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর  গত ১৯ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন মেয়র আলা উদ্দিন ।জীবনের ৫৭টি বছর  অতিক্রম করে মারা যাওয়ার সময় দুই স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি ছাড়াও রাজনৈতিক সহযোদ্ধাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয়  প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

পৌর মেয়রের  আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাদ্দাম আকঞ্জি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com