ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খাগড়াছড়িতে অজানা যাত্রায় একঝাঁক রোভার সদস্য

খাগড়াছড়ি প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলা সদর ও উপজেলা পর্যায় হতে কলেজ পড়ুয়া অ্যাডভেঞ্চার প্রেমী রোভার সদস্যদের নিয়ে হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ ২০২২ সম্পন্ন হয়েছে। এসময় শিক্ষার্থীদের সদর থেকে বিভিন্ন স্থান ঘুরে খাগড়াছড়ির হট পর্যটন স্পর্ট আলুটিলায় পায়ে হেঁটে পৌছান।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভারের আয়োজনে দিনব্যাপি হাইকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে ও জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এর উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক, হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ -২০২২ এর পরিচালক মোঃ দুলাল হোসেন, জেলা রোভারের যুগ্ম- সম্পাদক কিউট চাকমা, আরএসএল প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি জহিরুল ইসলাম,রোভার স্কাউট লিডার মোঃ আরিফুল ইসলাম, পানছড়ি সরকারি কলেজের রোভার স্কাউট লিডার পাইম্রাচিং মারমা, রোভার স্কাউট লিডার রবিউল আউয়াল, হাইকিং পরিচালনা সদস্য রোভার সোহানুর রহমান,  রোভার আলমগীর হোসেন ও রোভার শাহীন আলম প্রমুখ।

উদ্বোধন শেষে ৭০ জন রোভার ও গার্ল-ইন রোভার সদস্য জেলা স্কাউট ভবন থেকে আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এসময় তারা গ্রুপ ভিত্তিক ভাগ হয়ে যাত্রা করে। মূল গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিটি গ্রুপকে কম্পাস ও কদম হিসাব, দঁড়ির কাজ, গুপ্তধন, কোড এন্ড সাইবার সহ বিভিন্ন ধাপ পাড়ি দিতে হয়।

হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণের মূল পর্ব শেষে আলুটিলা পর্যটন কেন্দ্রের এমপি থিয়েটারে সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ, খাগড়াছড়ি জেলা রোভার সাবেক সম্পাদক ও কমিশনার প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোঃ বাতেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

এরপরে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোঃ বাতেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের প্রয়োজনে রোভার সদস্যরা কাজ করে। রোভার স্কাউট যুবকদের মধ্যে  নেতৃত্বগুণ তৈরি করে।’

তিনি আরো বলেন, ‘প্রকৃতি হলো জ্ঞানের ভান্ডার। জীবন ধারনের সকল উপকরণ বিরাজ করছে আমাদের চারপাশে। আমরা যতবেশী প্রকৃতির কাছাকাছি যাবো ততই আমাদের জানা শোনার জগৎ আরো সমৃদ্ধ হবে। হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ অংশগ্রহণকারীদের প্রকৃতিকে জানার সুযোগ করে দিয়েছে। এদিকে তিনি সরকারের ভাবমূর্তি উন্নয়ন ও যুব সমাজকে ভালো কাজে আওতাভুক্ত করায় রোভার স্কাউটের ভূয়সী প্রশংসা করেন।’

খাগড়াছড়িতে হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণের আয়োজক ও খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ‘আমাদের রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের শারিরীকও মানসিকভাবে প্রকৃত মানুষ হিসেবে তৈরী করার অভিপ্রায়ে খাগড়াছড়ি জেলা রোভার প্রতিবছর হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ প্রোগ্রাম আয়োজন করে থাকে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com