ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড় মুসকুন্নি গ্রামের সামনে কুমারনদী থেকে অবাধে বালু উত্তোলন চলছে। উপজেলা প্রশাসন যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে স্থানীয় লোকজন এমনটাই মতপ্রকাশ করেন।
উপজেলার বিভিন্ন এলাকায় মাসের পর মাস এমনকি বছর জুড়েই চলছে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন। উপজেলা প্রশাসন থেকে কেউ আজ পর্যন্ত এখানে আসেনি তারা যেন যেনেও না দেখার ভানকরছে। বালু ব্যবসায়ীরা বলছেন ইউএনও ও এসিল্যান্ড কে ম্যানেজ করেই তারা বালু উত্তোলন করছেন।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ফোন রিসিভ না করলেও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন মুঠোফোনের জবাবে বলেন কোন এলাকায় বালু উত্তোলন করছে কুমারনদী থেকে বালু উত্তোলন করার বিষয় অবগত ছিলামনা আমি কিছু সময়ের মধ্যে সেখানে লোক পাঠিয়ে দিচ্ছি। পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার পুড়াদিয়া বাজার সংলগ্ন কুমারনদী থেকে একই স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করায় নদীর দুই পাড়ের রাস্তা, ব্রীজ স্থাপনা রয়েছে হুমকির মুখে। স্থানীয় লোকজন জানান দুই উপজেলার মিলন স্থান পুড়াদিয়া বালিয়া, পুড়াদিয়া বাজার, নদীর ঐপাড়ে রয়েছে বড় মুসকুন্নি গ্রাম।প্রতিদিন দুই পাড়ের মানুষ পারাপার হয়ে স্কুল, অফিস, আদালত
হাটবাজার আসা যাওয়া করে।তারা আরো জানান দুই পাড়ের মানুষের যাতায়াত করতে আগামীতে দুই উপজেলার সমন্বয়ে এই ত্রী- মহনায় একটি ব্রীজ হবে ঠিক সে জায়গায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ভবিষ্যতে সেখানে ব্রীজ নির্মান করা অসম্ভব হয়ে দাড়াবে। অবৈধ ড্রেজার মেশিন ধংস করা সহ বালু খেকোদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা প্রশানের হস্তক্ষেপ কামনা করছেন নদীর দুই পাড়ের মানুষ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com