ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা (৬০) এক মানসিক ভারসাম্যহীন মহিলা রুগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হয়েছে। নিহত মানসিক ভারসাম্যহীন রুগীর কোন খোঁজ পাওয়া যায়নি। নিহতের গলার তুলশী মালা দেখে নিহতকে হিন্দু বলে সনাক্ত করা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন রুগীকে গত ৫ অক্টোবর আহতাবস্থায় রামগোপালপুর থেকে স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে যায়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিচয় জানতে চেয়ে ব্যার্থ হয়। ২০ দিন হাসপাতাল কর্তৃপক্ষ সেবা প্রদানের পর আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান বলেন, নিহতের বিষয়ে আমরা পুলিশকে অবহিত করি। সকল প্রক্রিয়া সম্পাদন শেষে যথাযথ সম্মানের সাথে সেই লাশ সৎকার ব্যবস্থা করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com