ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলার মোড়ে বিশ্বরোড দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করছে ইউনুস মোল্লা। জানা যায় ইউনুস মোল্লার বাড়ি চরযশোরদী ইউনিয়ন এর বাস্তপুটি গ্রামে। ইউনুস মোল্লা জয়বাংলার মোড় মুন্সি আতিকুর রহমান ফিলিং স্টেশন এর সামনে সহ তার আশপাশে ৭/৮ টি দোকান ঘর গড়ে তুলছে বলে স্থানীয় লোকজন বলেন। ঢাকা – খুলনা বিশ্বরোড এর জয়বাংলা মোড় নামক স্হানে বিশ্বরোড এর দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য দোকান ঘর পাকা স্থাপনা।ইউনুস মোল্লা বলেন বিশ্বরোডের পাশে দোকান ঘর উত্তোলন করছি এগুলো স্থানীয় না যে কোন সময় ভাঙ্গতে পারে তাই সেই ভাবে ঘর উত্তোলন করছি।বিশ্বরোডের দুই পাশে যত্রতত্র দোকান ঘর পাকা স্থাপনা গড়ে উঠায় যান চলাচল সহ পথচারীদের চলাচলে রয়েছে ঝুঁকি। অবৈধ দখল মুক্ত করতে নগরকান্দা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি মনে করছেন এলাকাবাসী।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com