ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দাগনভূঞায় মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, আহত ৪

দাগনভূঁইয়া (ফেনী) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছোট মালিপুর আকু সর্দার বাড়ির বিবি ফাতেমা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দাগনভূইয়া থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে মারামারির ঘটনায় চারজন আহত হন। পরিবারের ভাষ্য মতে জ্বিনে আছর করে মারামারিতে মৃত্যু ও হতাহতের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেলেও পুলিশ বিষযটি গুরুত্বসহকারে তদন্ত করছেন বলে জানান সোনাগাজী দাগনভূঁইয়ার থানার এসপি সার্কেল মাশকুর রহমান পিপিএম, দাগনভূইয়া থানার ওসি হাসান ইমামসহ পিবিআই।

গতকাল রাতে মা এবং মেয়ে জ্বিনে ধরেছে কেন্দ্র করে একে অপরকে রক্তাক্ত জখম করে এবং ফাতেমা বেগমকে নিজ বাড়িতে মেয়েরা হত্যা করে । আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। একই পরিবারের একজনের মৃত্যু ও চারজন আহত হওয়াকে রহস্যজনক ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।

দাগনভূইয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের সিজোফ্রেনিয়া রোগী বলে ধারণা করছেন এবং আশংঙ্কাজনক অবস্থায় চারজনকে ফেনীতে রেফার্ড করেন।

আহতরা হলেন রোকসানা আক্তার ৪০, খালেদা আক্তার ২৩. ফাহমুদা সুলতানা ১৭, কুলসুম আক্তার (২৪) এরা সবাই আপন বোন এবং বোনের মেয়ে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com