
শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছেন সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম চৌধুরী।
মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের পর প্রতিটি শিশুর হাতে তুলে দিচ্ছেন তাদের পছন্দ মতো মজাদার খাবার। এ দেখে গ্রামের প্রতিটি শিশু আযানের ধ্বনি শুনে খেলাধুলা ছেড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে। এতে ওই এলাকাবাসী আব্দুল হালিম চৌধুরীর এ মহৎ উদ্যোগকে সাদুবাদ জানান।
শুধু শিশুদেরই নয়, প্রতি ওয়াক্ত নামাজের সময় স্থানীয় চায়ের দোকারসহ বিভিন্ন দোকানপাঠ বন্ধ রেখে সবাইকে মসজিদে গিয়ে সময় মতো নামাজ আদায় করার আহবানও জানান তিনি।
আব্দুল হালিম চৌধুরী বলেন, শিশুদের ছোট বেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করতেই আমার এই উদ্যোগ। কারণ ছোট শিশুরা ভালো মন্দ কিছুই বুঝেনা। তাই তাদের শিশু থেকেই নামাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
