
আগামী ১২ নভেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ২৫ অক্টোবর বুধবার বিকালে নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী (বাম অফিস) মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাল- ডাল, জ্বালানি তেল, গ্যাস – বিদ্যুৎ, সার সহ নিত্যপন্যের দাম বৃদ্ধি, দূর্নীতি- দুঃশাসন,ঘুম খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের দাবীতে ফরিদপুর বিভাগীয় গন সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু,জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈশা,সদস্য সচিব কিবরিয়া স্বপ,জেলা বিএনপির আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল,নগরকান্দা উপজেলা বিএনপির সকল সংগঠনের নেতাকর্মী।শামা ওবায়েদ ইসলাম রিংকু নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য উপজেলার তৃণমূল বিএনপির সকল নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকার জন্য বলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
