
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারদের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় ঈশ্বরগঞ্জ অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঈশ্বরগঞ্জ অফিসার্স ক্লাবের সেক্রেটারি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।
বিদায়ী কর্মকর্তারা হলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো), ম্যানেজার বেসিক ব্যাংক সুমন রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিটুন বিশ্বাস, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মেহেদী।
এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহোরা, নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
