
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আদর্শ বিদ্যা নিকেতন এর দপ্তরী গৌর দুলাল বণিকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আফাজ উদ্দিন, মোঃ জামাল মিয়া, মোঃ আবুল মিয়া ও সহকারী প্রধান শিক্ষক শিরীন হাকিম মাহমুদা, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মানিক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান শিকদার। সেসময় দীর্ঘদিনের দপ্তরীর বিদায়লগ্নে শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়ে।
কটিয়াদী উপজেলায় প্রথম কিন্ডারগার্টেন কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। বিদ্যালয়টি যাত্রাশুরু কাল থেকেই এই পর্যন্ত সুনামের সাথে পাঠদান চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকে দপ্তরী পদে গৌর দুলাল বণিক কাজ করছেন। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের সাথে যার ছিলো বন্ধুসুলভ ব্যবহার।
দপ্তরী গৌর দুলাল বণিক বলেন, আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন আজকে। এই বিদ্যালয়টি ছিলো আমার পরিবারের মতন। তাকে নিয়েই ছিলো আমার স্বপ্ন। শিক্ষার্থীদের মিলনমেলায় থাকতে পেরে আমি নিজে ধন্য। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন হতে অধ্যাবদি পর্যন্ত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি রইলো আমার ভালোবাসা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
