ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারী আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে একজন ও সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত দম্পতিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ও নারী কনস্টেবল তানিয়া আক্তার অভিযান চালিয়ে আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের আবুল কাসেমের ছেলে শরীফুল আলম শরীফ (৩৫) অসহায় মানুষদের ঘর ও বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা দেয়ার কথা বলে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগে গ্রেফতার করে।
অপরদিকে সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত আসামি উপজেলার বড়হিত ইউনিয়নের ভুলসুমা গ্রাম থেকে স্বামী আব্দুর রাজ্জাক (৫৫) ও স্ত্রী বিলকিস আক্তার লাভলী (৫০) কে গ্রেফতার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, প্রতারণা মামলায় সোহাগী ইউনিয়নের শরীফ ও সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত আসামি স্বামী স্ত্রীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com