ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডিমলার শুটিবাড়ি বাজারে ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
অক্টোবর ২৯, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানিয়েছেন।

শনিবার (২৯শে অক্টোবর) গভীর রাত তিনটার সময় গরুহাটি পার্শ্ববর্তী গলির মীম টেইলার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নীলফামারী মো. এনামুল হক এর নেতৃত্বে ফায়ার সার্ভিস ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করেছেন ফায়ার সার্ভিস।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন সরকার জানান, আগুনে বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্থদের নিয়ে বসে জিজ্ঞাসা করে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির পরিমান জানতে পেরেছি।

উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, আমরা খবর পেয়েই। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে আগুন নেভাতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকানঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়িদের আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, মীম টেইলার্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীদের অভিযোগ ফোন দেওয়ার অনেক পর ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক কমানো যেত।

ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা শোনা মাত্র   একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com