ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কটিয়াদীতে পাইপ গান, রামদাসহ একাধিক মামলার আসামি আটক

জাগো বুলেটিন
অক্টোবর ২৯, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে একটি পাইপ গান, একটি রামদা ও একটি সুইচগিয়ার চাকুসহ শাহ মো. আব্দুল কাদির দুলাল (৬৫) নামে একজন অস্ত্রধারীকে আটক করেছে। শাহ মো. আব্দুল কাদির দুলাল কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের মৃত হাজী কালাচান শাহ এর ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় শাহ মো. আব্দুল কাদির দুলালের ওয়ার্কশপ দোকানের স্টোর রুম থেকে এসব অস্ত্র উদ্ধার এবং তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় শাহ মো. আব্দুল কাদির দুলালের ওয়ার্কশপ দোকানে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহ মো. আব্দুল কাদির দুলাল একজন অবৈধ অস্ত্রধারী। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ সময় দোকানের স্টোর রুম থেকে একটি পাইপ গান, একটি রামদা ও একটি সুইচগিয়ার চাক উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রেখেছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com