ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

টাকা আত্মসাৎ করতে স্বামীর তালাক, প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রীর কষ্টের টাকা ভোগ করতে তালাক দিয়েছে স্বামী। বুঝতে পেরে প্রতিবাদ করতে গেলে স্বামীর নির্যাতনের শিকার হয় স্ত্রী। প্রতিকার চেয়ে রোববার আদালতে মামলা ও শনিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী।

মামলা ও একালাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মাসুদ আলী ওরফে মুন্তাজ আলীর ছেলে জালাল উদ্দিন (৩৫) এর সাথে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের মোঃ হাসমত আলীর মেয়ে শিল্পী আক্তার (২৯) এর সাথে প্রায় ১২ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামীর সংসারে অভাব নিত্য সঙ্গি হয়ে দাড়ায়। স্বামীর সংসারকে অভাব মুক্ত করতে শিল্পী পাড়ি জমায় গাজীপুরের টঙ্গীতে। সেখানে চাকুরী নেন একটি গার্মেন্টস ফ্যাক্টোরিতে। এর মধ্যে শিল্পী আক্তারের কোল আলোকিত করে জন্ম নেয় মেয়ে খাদিজা আক্তার (১০) ও ছেলে জিসান (৬)। শিল্পীর চাকুরির বেতনের টাকায় অভাবের সংসারে হাল ধরে। স্বামীর সংসারে অভাব কিছুটা কমে ধীরে ধীরে সুখের সূর্য উঁকি দিতে থাকে। সংসারে আরো দ্রুত আয় বাড়ানোর আশায় বেকার স্বামীকে কাজে ফেরাতে চেষ্টা করে স্ত্রী শিল্পী। বিভিন্ন ফ্যাক্টোরিতে স্বামী জালালকে কাজে দিলে সে চাকুরি ছেড়ে দেয়। এঅবস্থায় উপায় না পেয়ে অজ্ঞাত জীবনের সমস্ত সঞ্চিত টাকা ও একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ তুলে স্বামীকে দু’টো অটো ইজিবাইক কিনে দেয় স্ত্রী শিল্পী। অটো দু’টি পেয়ে জালাল একটি নিজে ও অপরটি ভাড়ায় খাটাতে থাকে। মোড় ঘুরে যায় শিল্পী ও জালালের সংসারে। এরই মাঝে বছর খানেক আগে শিল্পীর চোখে ধরা পড়ে জালালের অস্বাভাবিক চলা ফেরার। পরে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে অটোবাইকের আয়ের অর্থে অন্য মেয়েদের নিয়ে ফূর্তি করে বেড়ায় জালাল। তারপর থেকে চাকুরির বেতনের টাকা ও অটোবাইক থেকে আসা আয়ের হিসেব চায় শিল্পী। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধে। পরে নিজের কাছে স্ত্রীর জমানো টাকা আত্মসাৎ করতে ফন্দি করে শিল্পীকে তালাক দেয় জালাল।

ওই দিকে তালাকের পরিপূর্ণ সময় না পেরুতেই জালাল আরেক মেয়েকে বিয়ে করে ঘরে তুলে। স্বামী জালাল পুনরায় বিয়ে করেছে এমন খবর শুনে স্ত্রী শিল্পী আক্তার জালালের বাড়িতে গেলে জালাল তাকে নির্যাতন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে বাবার বাড়িতে চলে আসে শিল্পী। এঅবস্থায় বিষয়টি নিয়ে শনিবার বিকেলে শিল্পী বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। এবং রোববার দেনমোহর, খরপোষ ভরণ-পোষণ দাবি করে আদালতেও আরেকটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে জানতে জালালের বাড়িতে গিয়ে জালালকে পাওয়া যায়নি। তবে তার পিতা মুন্তাজ আলী বলেন, ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছে। আগের বউয়ের সাথে ঝগড়া ঝাটি হওয়ায় তাকে তালাক দিয়েছে ছেলে জালাল। তিনি এর বেশি কিছু জানেন না।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com