ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পলাশে বাড়িতে ঢুকে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে বাড়িতে একা পেয়ে এক তরুণী (১৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল হাই (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল হাই জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। এর আগে গত (৩১ অক্টোবর) রোববার সকালে ওই তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় গতকাল বুধবার সকালে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে অভিযুক্ত আবুল হাইকে আসামি করে পলাশ থানায় মামলা করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ওই তরুণীর মা গৃহপালিত গরু নিয়ে মাঠে যায়। এসময় ওই তরুণী বাড়িতে একা থাকার সুযোগে আবুল হাই তাকে খুন-জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

যোগাযোগ করা হলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, স্থানীয়দের কাছ থেকে ধর্ষণের ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত আবুল হাইকে আটক করতে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণীর মা। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবুল হাইকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com