"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া । পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায় প্রমুখ।