কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে নতুন অবকাঠামো নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
৬ নভেম্বর (রবিবার) সকাল ১১ ঘটিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুল মুক্তাদির ভূঞা বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) জালাল উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তুফা, সাধারণ সম্পাদক, শাহরিয়ার আহম্মেদ পাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডা. আশরাফ অনিক ও ডা. ফারিহা ইসলাম।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com