খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার আসাদতলী এলাকায় হালদা নদী ও এর উপশাখায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার আসাদতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে পরিচালনায় হালদানদী ও এর উপশাখায় বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫(১) ধারায় শাস্তির আওতায় মুছা মিয়া,পিতা মৃত. মনু মিয়া, সাং- আসাদতলীকে ৫০ হাজার ও আব্দুল মতিন, পিতা – আলী মিয়া, সাং- আসাদতলীকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, উপজেলায় ৩ টি বালু মহাল ইজারা আছে। থাকা স্বত্ত্বেও কতিপয় ব্যক্তিরা সরকারী সম্পদ বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত করার অপরাধে জরিমানা করা হয়েছে।
এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com