ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কার্প হ্যাচারী কমপ্লেক্স কটিয়াদীতে মাঠ সংযুক্তি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, কিশোরগঞ্জের আয়োজনে ০৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, কিশোরগঞ্জের ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের মাঠ সংযুক্তি ও মৎস্যচাষ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কার্প হ্যাচারি কমপ্লেক্স কটিয়াদীতে শুরু হয়েছে।

উক্ত প্রশিক্ষণে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোঃ রোহান-উল কাওসার এর সঞ্চালনায় এবং মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট কিশোরগঞ্জ এর ইন্সট্রাক্টর (মৎস্য) সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো.মুনিরুজ্জামান, প্রিন্সিপাল মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে ড. মো.মুনিরুজ্জামান বলেন-দক্ষ জনবল তৈরির লক্ষ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিশারিজ এর প্রথম কোর্স ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শুরু করা হয়েছে। হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে সরকারি ও বেসরকারি সেক্টরে তাদের নিয়োগের মাধ্যমে একদিকে বেকারত্ব দূর করা অন্য দিকে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে সুস্থ সবল জাতি গঠন করা ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্সের মূল লক্ষ্য।

এসময় আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্যকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কটিয়াদী মুহাম্মদ দেলোয়ার হোসাইন, বাজিতপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক, ভৈরব উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান ও হ্যাচারী কর্মকর্তা আনোয়ারুল কবির।

প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সংযুক্ত উপজেলায় তিন মাস ব্যাপি ইন্টার্ণশীপ করবে। প্রশিক্ষণে মোট ৩১ জন ছাত্র-ছাত্রী ও বিভিন্ন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাগণ,খামার ব্যবস্থাপক,ইন্সট্রাক্টরসহ সাংবাদিক মহল উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com