আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের মালিক তালাল রহমানের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ রয়েছে অন্যের ছাগল আত্মসাৎ করে সদকা ও ভয় ভীতি দেখিয়ে থাকেন।
উপজেলার চাওড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি ও আমড়াগাছিয়া বাজার এর মাঝামাঝি পেট্রোলিয়াম ফিলিং স্টেশন অবস্থিত। ফিলিং স্টেশনের সামনেই রয়েছে তার নিজস্ব বাড়ি।
তার বাড়ির সীমানা ও পাম্পের মধ্যে কোন ধরনের গৃহপালিত পশু পাখি আসা নিষেধ। যে প্রানী আসে সে থাকে নিখোঁজ। তার সীমানার মধ্যে আসলে তিনি সদকা নয়তো অন্যের কাছে (বর্গা) দিয়ে থাকেন।
গত ৬ ( নভেম্বর) কোহিনূর বেগম নামের এক গৃহিণী তার পোষা ছাগল না পেয়ে খোঁজা খুজির ১০-১৫ দিন পরে সন্ধান পান পাশের এলাকার এক ব্যক্তির কাছে তার পোষা ছাগল। তার পোষা ছাগল আনতে গেলে তাদের কাছে তারা বলেন, ছাগল আমরা সদকা পেয়েছি। যে আমাদের কাছে দিয়েছে তার কাছে আপনি যান।
এমনি ঘটনা ঘটেছে বলে জানায় ওই এলাকায় একাধিক ব্যাক্তি ও ভুক্তভোগী।
ভুক্তভোগী কোহিনূর বেগম বলেন, দশ-পনেরো দিন আগে আমার ছাগল খোঁজা খুঁজির পরে উত্তর ঘটখালি বড়-বাড়িতে গেলে এক বাড়ি থেকে আমার ছাগলের সন্ধান মিলে। ওই গ্রামের গ্রাম পুলিশকে ( চৌকিদার) সাথে নিয়ে গেলেও আমার ছাগল দেয় নি বরং গ্রাম পুলিশের গায়ে হাত দেয়ার চেষ্টা করে।
পরের দিন আমার ছাগল এক ব্যক্তি দিয়ে যায়।
গত চার মাস আগে মো. আল-আমীন হাওলাদারের আট হাজার টাকার মূল্যের একটি ছাগল হারিয়ে গেলেও তার কোন সন্ধান পাননি তিনিও অভিযোগ করে বলেন, পাম্পের মালিক অনান্য ছাগল নিয়ে এমন করতে পারে, তাহলে আমার ছাগলও সে নিতে পারে।
ওই এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, পাম্প মালিক ( তালাল রহমান) তার খুঁটির জোর কোথায়! সাধারণ মানুষের সাথে অসদাচার, কথায় কথায় হুমকি, আবার কাউকে এক সপ্তাহের মধ্যে দোকান-ঘর ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন বিগত দিনে।
চাওড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) মো. তোফাজ্জলের হোসেনের সাথে কথা বলে জানা যায়, নিখোঁজ হওয়া ছাগল ভুক্তভোগী আমাকে সাথে নিয়ে ছাগল ফিরিয়ে আনতে গেলে উল্টো আমার সাথে খারাপ আচরণ ও গায়ে হাত তোলার চেষ্টা করে। আমি তখনই চলে আসি।
রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের মালিক তালাল রহমানের কাছে জানতে চাইলে, সাংবাদিকদের তিনি আমতলী থানা থেকে জেনে নিতে বলেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com