সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা এলাকায় ২৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- ১৩ই নভেম্বর সকাল ৬ঃ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র সদর কোম্পানীর অভিযানিক দল সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাষ্টারের ভবনের পশ্চিম দিকে রেল লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক-ক্রয় ও বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ ফারুক হোসেন (২৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, থানা-হরিপুর, মোঃ আসাদুজ্জামান (২৭), পিতা-মোঃ আইযুব আলী থানা-ঠাকুরগাঁও, উভয় জেলা-ঠাকুরগাঁও।
আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব ১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com