মহামান্য হাইকোর্টের দ্রুত বেঞ্চ বিচারপতি মোহাম্মদ সেলিম ও রিয়াজ উদ্দিন এর আদালতে পলাশবাড়ী থানার পৃথক ২টি মামলায় পলাশবাড়ী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মোত্তালিব সরকার বকুল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ মোট ৬ জনের আগামী ৬ সপ্তাহের জন্য জামিন প্রদান করেছেন।
জামিনপ্রাপ্তরা হলো পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা,পৌর স্বেচ্ছাসেবকদল যুগ্ন আহবায়ক নির্ঝর, জেলা ছাত্রদল সহ সভাপতি মিল্লাত সরকার মিল্লাত, পৌর জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক সাব্বির সরকার।
উক্ত মামলার আসামিপক্ষের আইনজীবি আব্দুল ওয়াহাব সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৬ সপ্তাহের জন্য পলাশবাড়ী থানায় পৃথক দুটি মামলায় জামিন প্রদান করে ৷