ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বিবাহিত, মাদক ব্যবসায়ী, কাউন্সিলর প্রার্থী, স্কুল ছাত্র ও প্রবাসীদের নিয়ে করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব এক সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অমিয় সরকার।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয় গত ৯ নভেম্বর। এ কমিটিতে সভাপতিসহ ১৪ জন বিবাহিত, ৫ জন স্কুল ছাত্র, ২ জন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে যুক্ত এবং ২ জন প্রবাসী ও বিভিন্ন মামলার আসামী রয়েছেন। এছাড়া বিগত ২০২১ সালে ১৯ জানুয়ারি ঘোষিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে থাকা ২ জন সহ সভাপতি ও ২ জন সম্পাদককে বর্তমান কমিটিতে রাখা হয়নি। সংবাদ সম্মেলন থেকে জেলা ছাত্রলীগের বিতর্কিতদের বাদ দিয়ে প্রকৃত নেতাদের অন্তভুক্ত করার দাবী জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান, অমিয় সরকার, আশিকুজ্জামান আশিক।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com