পটুয়াখালীর গলাচিপায় পরীক্ষার কক্ষে এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও সহযোগিতা করায় দুই শিক্ষককে এক বছর করে কারাদন্ড দিয়েছে নির্বাহী মাজিস্ট্রেট। এছাড়াও এক শিক্ষক এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র কালিকাপুর নুরিয়া সিনিয়র মাদ্রাসায় ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষে এনড্রয়োড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল। পরীক্ষা চলাকালীন ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে অপেক্ষামান কল্যানকলস নেছারিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের নিকট পাঠায়। পরে ওই শিক্ষক প্রশ্নপত্রের উত্তর সঠিক করে ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে প্রেরণ করেন। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রবেশ করেন। এসময় ঘটনা জানাজানি হয়ে গেলে তারা কক্ষে তল্লাশি করে ব্লাকবোর্ডের পিছন থেকে এনড্রয়েড মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং মো. শাহিন নামে এক শিক্ষার্থীর শরীর তল্লাশী করে নকল উদ্ধার করেন। পরে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীদরকে জিজ্ঞাসাবাদে সকল তথ্য বেরিয়ে আসে। পরীক্ষায় অসদুপায় অবলম্বলের দায়ে বহিষ্কার করা পরীক্ষার্থীরা হলো নেছারিয়া মাদ্রাসার ছাত্র মো. মুজাহিদুল ইসলাম, মো. সিয়াম ও গলাচিপা এন জেড মাদ্রাসার ছাত্র মো. শাহিন। এছাড়া পরীক্ষা কক্ষে অসদুপায়ে সহযোগীতা করার অভিযোগে শাস্তি প্রাপ্ত শিক্ষকরা হলেন গলাচিপা এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাও. আ. হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন এবং কল্যানকলস নেছারিয়া মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম। এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাও.আ. হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো.আল আমিনকে এক বছর করে সাজা দেয়া হয়েছে। এছাড়া পলাতক কল্যানকলস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের জন্য গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। আর পরীক্ষার্থী ৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com