ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের বাক প্রতিবন্ধী মেয়ে ধর্ষনের ঘটনায় ধর্ষককে আটকে করেছে নগরকান্দা থানা পুলিশ।
গত ১৪ নভেম্বর শাকরাইল গ্রামের মেঘলাল দাস এর বাক প্রতিবন্ধী মেয়ে (১৭) বাড়ির পাশে হায়াত আলীর পুকুর পাড়ে কলা বাগানে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষন করে ফেলে রেখে চলে যায়। এঘটায় নগরকান্দা প্রতিবন্ধী সংস্থার সহযোগীতায় ১৬ নভেম্বর ধর্ষিতার পরিবার নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন। যদিও ধর্ষিতা বাক প্রতিবন্ধী থাকায় ধর্ষকের নাম ঠিকানা কিছু বলতে না পারলেও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর নেতৃত্বে এস আই কিবরিয়া বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যার সময় বাইজিদ কে তার বাড়ির সামনে থেকে আটক করে। ১৯ নভেম্বর ধর্ষক বাইজিদ কে কারাগারে প্রেরন করে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com