খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয় গচ্চাবিলস্থ মানিকছড়ি উপজেলা সমবায় অফিস কর্তৃক এক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ নভেম্বর দুপুর ১২ টায় গচ্ছাবিল এলাকায় মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্বেগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে কাঠ ব্যবসায়ী এয়াকুব আলীর পরিচালনায় সভায় সভাপতিত্বে করেন হাজী মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার সমবায় অফিসার মোঃ আইযুবর রহমান। আরো উপস্থিত ছিলেন সমবায় ফিল্ডঅফিসার অনুপম চাকমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইদ্রিস ইসলাম বাচ্ছু।
আরো উপস্থিত ছিলেন কাঠ ব্যবসায়ী মোঃ কামাল, আবুল বাসার, মোঃ নাজিম উদ্দিন, হাজী সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, মোঃ মামুন সিকদার, মেহরাজ, তাজউদ্দীন, আবু ছিদ্দিক, মোঃ কামাল, ছত্তার মুন্সি, মংসাথুই মারমা, মোঃ সাইদুল ইসলাম সাইদ,প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বুদ্ধকরণ সভায় মানিকছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সকল সদস্যদের হালনাগাদ সমিতির চাঁদা পরিশোধ, ঐক্যবদ্ধ হয়ে সকল সদস্যদের মাসিক সভায় সিদ্ধান্ত গ্রহন। আইনশৃংখলা বিগন্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকা এমন আলোচনা করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com