কটিয়াদীতে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২২ নভেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিন ব্যাপী এ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ উসমান গনি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন প্রমুখ।
এদের মধ্যে প্রজেক্ট উপস্থাপনে শ্রেষ্ঠ ষ্টলকে ও বিজ্ঞান অলিম্পিয়াডের অংশ নেওয়া সিনিয়র ও জুনিয়র গ্রুপের শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com