কাতার বিশ্বকাপ ফুটবলের উম্মদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আজ। তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে নেত্রকোণার দুর্গাপুরে শোভাযাত্রা বের করেছে ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে এম.কে.সি.এম স্কুল খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়।
ব্রাজিলের সমর্থকদের ব্যানারে,ডাক ঢোল বাজিয়ে,গায়ে জার্সি, হাতে পতাকা এবং প্রত্যেকের মুখে হলুদ ও সবুজ রংয়ের পতাকা ও ব্রাজিল সমর্থকের কন্ঠে বেঁজে উঠে প্রিয় দলের বিজয়ের আশা-আকাঙ্খার শ্লোগান। এক কথায় শোভা যাত্রা হয়ে উঠে ব্রাজিল সমর্থকদের মিলনমেলায়। এছাড়াও এ শোভাযাত্রাকে উৎসাহিত করতে রাস্তার পাশে থাকা ব্রাজিল সমর্থকরা হাত তালি দিয়ে অভিবাদন জানান।
ব্রাজিল সমর্থক তন্ময় ইসলাম রনি বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই আমরা সবাই উজ্জীবিত হই। আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।
ব্রাজিল সমর্থক রিফাত আহমেদ রাসেল,শিমুল,নিলয় আহমেদ,রমজান আহমেদ সহ অনেকে বলেন, আমরা বাংলাদেশের নাগরিক, আর তাই এ দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপ এলে ব্রাজিল টিমকে সমর্থন করি আর তাই বিশ্বকাপে প্রিয় ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে আজকের এই আয়োজন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com