ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নগরকান্দায় জরাজীর্ণ বিদ্যালয় কক্ষে চলছে ইউনিয়ন সেবা,পরিষদ ভবনের দাবি ইউনিয়নবাসীর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৮ নং ডাঙ্গী ইউনিয়নের কার্যক্রম চলছে ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ টিন সেট কক্ষে। প্রায় এক যুগ ধরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলছে এই জরাজীর্ণ টিন সেটে।ইউনিয়নে প্রায় ৩০ হাজার লোকের বসবাস।ইউনিয়নে ১৮ হাজার ভোটের রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম পর পর তিনবার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউনিয়নবাসীর সুবিধার্থে ডাঙ্গী ইউনিয়নের সকল কার্যক্রম ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ টিন সেটের একটি কক্ষে বসে ইউনিয়নবাসীর সকল প্রকার সেবা প্রধান করছেন।উপজেলার প্রায় ইউনিয়ন পরিষদ ভবন থাকলেও নেই ডাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবন।যে কারনে স্কুলের জরাজীর্ণ ছোট্ট একটি কক্ষে বসে ১১ বছর ধরে সেবা দিচ্ছেন চেয়ারম্যান কাজী আবুল কালাম। সেই ছোট্ট কক্ষে ইউনিয়ন পরিষদের সকল সদস্য নিয়ে এবং উপকার ভোগী, সুবিধা ভোগীদের ও আগত মানুষের সেবা দিচ্ছে গাদাগাদির মধ্যদিয়ে।চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন চেয়াম্যান হয়ে ১১ বছর ধরে এই জরাজির্ন কক্ষে বসে ইউনিয়নবাসীর সেবা দিয়ে আসছি,এত ছোট কক্ষে বসে ইউনিয়নবাসীর সেবা দিতে অনেক কষ্ট করতে হয়। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদ ভবনের জন্য জায়গা দিয়েছি, কাগজপত্র সব মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছি তবু কি কারনে ইউনিয়ন পরিষদ ভবনের কাজ হচ্ছেনা তা আমার জানা নেই।তবে অতি তাড়াতাড়ি আমাদের ডাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করে ডাঙ্গী ইউনিয়নবাসীর সেবা করতে উর্ধতন কর্মকর্তাদের ও সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি দেখবাল করার জন্য অনুরোধ রইলো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com