পটুয়াখালীর গলাচিপায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে অটো ড্রাইভার সহ ৩ পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঁচারিকান্দা দেওয়ান বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের কঁপাল, হাত কেটে গেছে ও ৩ জনের শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিঁড়ে গুরুতর জখম হয়েছে। ভাগ্য সহায় হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই তিন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পেরেছেন।
আহতরা হলো গলাচিপা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা আক্তার মুন্নী (১৮) ও উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মো. রাব্বি (১৮) ও মো. মাঈনুল ইসলাম (১৮)। তাদের সকলের বাড়ি দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলী আউলিয়াপুর গ্রামে। এছাড়াও অটো ড্রাইভার মো. হোসেন (১৯) আহত হন।
আহত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে অটো বোরাক যোগে আসার পথে দূর্ঘটনাটি ঘটে। রতনদী তালতলী ইউনিয়নের কাঁচারিকান্দা দেওয়ান বাজার এলকায় আসলে রাস্তায় হটাৎ একটি শিশু চলে আসে। ওই শিশুকে বাঁচাতে গিয়েই অটো বোরাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ-সময় ড্রাইভার ও অটোতে থাকা তিন পরীক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মহসিন হোসেন জয় নামে একজনে সংবাদকর্মীর সহায়তায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে মুন্নীকে এবং গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে রাব্বি ও মাইনুলকে পৌঁছে দেয়া হয়।
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পরীক্ষার্থী কেন্দ্রে আসার পথে দূর্ঘটনায় আহত হয়। গুরুতর আহত মুন্নীকে কেন্দ্রে নিয়ে আসলে পরীক্ষা যাতে ভালো ভাবে দিতে পারে তার ব্যবস্থা নেয়া হয়। এছাড়া তাকে সবধরনের সহযোগিতা করা হয়।
গলাচিপা সরকারি কলেজ কেন্দ্র সচিবের অনুপস্থিতিতে দায়িত্বরত শিক্ষক মো. আজগর হোসেন বলেন, আহত পরীক্ষার্থীরা কেন্দ্রে ভালো ভাবে পরীক্ষা দিচ্ছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে কোন রকম অসুস্থতা বোধ করলে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এদিকে পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান সবাই ভালো ভাবে পরীক্ষা দিতে পেরেছেন। পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা সহযোগিতা করেছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com