ফেনীর দাগনভূঞা পৌরসভার ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পূর্ণঃবহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে দাগনভূঞা উপজেলা আ’লীগের বর্ধিত সভায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন জিয়াউল হক। ওই নির্বাচনে জিয়াউল হক জয়ী হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তখন জেলা আ’লীগের নির্দেশক্রমে উপজেলা আ’লীগ জিয়াউল হক জিয়াকে ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। দীর্ঘ ২ বছর পর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশক্রমে বৃহস্পতিবার দাগনভূঞা উপজেলা আ’লীগের বর্ধিত সভায় তাকে স্বপদে পূর্ণঃবহালের সিদ্ধান্ত গৃহিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com