গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর মকন্দপুর কুন্দের পাড়া গ্রামের ন্যাশনার হোসিয়ারীর সত্বাধিকারী ও গোবিন্দগঞ্জ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের ল্যাব এ্যাসিসটেন্ট আব্দুর রহমান মাসুদকে ছুরিকাঘাত করে নৃশংস হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে কোচাশহর হোসিয়ারী ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় কোচাশহর শহীদ মিনারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্মঃ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শামীম মন্ডল, কোচশহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন লেলিন, কোচাশহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, হোসিয়ারী শিল্পের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, নিহত মাসুদের পিতা আলহাজ্ব আজিজার রহমান, তার স্ত্রী মাছুদা বেওয়া, মেয়ে ফারজানা আক্তার, ভাগনি ফরিদা ভারভীনসহ অন্যরা।
বক্তারা, অবিলম্বে ন্যাশনাল হোসিয়ারীর স্বত্বাধিকারী ও গোবিন্দগঞ্জ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের ল্যাব এ্যাসিসটেন্ট আব্দুর রহমান মাসুদকে ছুরিকাঘাত করে নৃশংস হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানিয়ে মাননীয় প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাসুদ হত্যায় জড়িতরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচী দিবেন বলে জানান।
উল্লেখ্যঃ গত সোমবার সন্ধায় কোচাশহর মকন্দপুর কুন্দের পাড়া গ্রামের ন্যাশনাল হোসিয়ারীর সত্বাধিকারী ও গোবিন্দগঞ্জ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের ল্যাব এ্যাসিসটেন্ট আব্দুর রহমান মাসুদ ব্যবসায়ীক কাজে নয়ারহাট হোসিয়ারী মার্কেটে গিয়ে মসজিদে যাবার পথে দুবৃর্ত্তরা গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com