নেত্রকোণার দুর্গাপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব মোড়ে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে সচেতনতামূলক প্রচারণার মধ্যে দিয়ে পালিত হয়। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর জন্য সচেতন করা হয় এবং হেলমেট পড়ে থাকা চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়। অপর দিকে যানযট নিরসনে গুরুত্বপূর্ণ সড়কের প্রেসক্লাবে মোড়ের অটো না রাখার নির্দেশ দেয়।
ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুরশেদা খাতুন। উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম,থানার এসআই মো.সাদেকুজ্জামান,এসআই শুভাশিস গাঙ্গুলী, এএসআই বুলবুল আহমেদ প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com