সবার মাঝে ঐক্য করি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে ২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর এলাকার পনেরশো জনগণকে নিয়ে নারী ও শিশু নির্যাতন নির্মূলকরনে প্রচার অভিযান পরিচালনা করা হয়।
আজ শুক্রবার ৯ ডিসেম্বর সদরের পলাশবাড়ীতে সাইকেল রেলি অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় পলাশবাড়ী ইউনিয়নের শিশু ফোরাম, যুব ফোরাম ও এলাকার জনগণ।
র্যালীতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম তালুকদার অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
তরণী বাড়ি ২ নং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র রায় ও পলাশবাড়ি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হারিস উদ্দিন।
জানা যায় অনেক আগে থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে এরকম কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনগুলো,
এরমধ্যে সাইকেল র্যালি, উঠান বৈঠক, মেয়ে শিশুদের নিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com