নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে নেমে এসেছে অর্ধশত বন্য হাতি। গেলো কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্তে ঘুরপাক খাচ্ছে পাহাড়ি বন্য হাতির পাল। সন্ধ্যা হলেই নেমে আসে হানা দেয় লোকালয়ে। বন্য হাতির আতঙ্কে,নির্ঘুম রাত কাটাচ্ছেন গ্রামবাসীরা।
ফারুংপাড়া গ্রামের আব্দুর রহমান জানিয়েছেন তারা একজোট হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। তবে লোকালয়ে বন্য হাতির চলে আসায় আতঙ্কে মানুষ। আশপাশের এলাকাবাসীরদেরও মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচদিন ধরে পাহাড়ি বন্য হাতির দল উপজেলার সীমান্তবর্তী এলাকার আড়াপাড়া,বিজয়পুর,ভবানীপুর,দাহাপাড়া, গোপালপুর,ফান্দাসহ কয়েক গ্রামে বন্য হাতির দল হানা দিচ্ছে এতে ঘরবাড়ি,গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতিসহ মানুষ আতঙ্কে রয়েছে। সারাদিন বাংলাদেশের সীমান্তে ঘুরপাক খাচ্ছে সন্ধ্যা হলেই নেমে আসছে লোকালয়ে তখন এলাকাবাসী ফসল ও বাড়িঘর রক্ষা করতে মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে হইহুল্লোড় করে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ হচ্ছে না।
গত ০৭ ডিসেম্বর রাতে ভারতীয় বন্য হাতির দল গ্রামে ও ফসলে হানা দিলে হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্য হয়েছে। অপরদিকে উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নে পাঁচদিনে বন্য হাতি দল তান্ডব চালিয়ে প্রায় ২৫-৩০টি বাড়ি-ঘর গুরিয়ে দিয়েছে এবং নষ্ট করেছে অনেক ফসল। প্রতিদিনই বন্য হাতির তান্ডবে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমান।
হাসেম মিয়া বলেন, সারা রাত জাইগা হাতি তাড়াচ্ছি। সরকারের কাছে দ্রুত দাবি জানাই আমাদের সীমান্তবাসীকে হাতির তান্ডব থেকে রক্ষা করতে। অতিদ্রুত ব্যবস্হা না নিলে প্রাণহানির ঘটনা আরও ঘটবে। বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, প্রতি বছরই বন্যহাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে এ ধরনের ক্ষতি করে। তবে এ বছর হাতি সংখ্যায় বেশি।
পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, প্রতিবছরই শীতের এই মৌসুমে ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বন্য হাতি বাংলাদেশের প্রবেশ করে। তবে বিগত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের বিজয়পুর সীমান্ত দিয়ে যে হাতিগুলো এসেছে তা সংখ্যায় তুলনামূলক অনেক বেশি। এই পালে প্রায় ই ষাইটটির কাছে হাতি রয়েছে যা ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি এলাকায় অবস্থান নিয়েছে। ইতিমধ্যে হাতির তাণ্ডবে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মানুষ এবং হাতির মধ্যে দ্বন্দ্ব দিন দিন বেড়ে চলছে। রাতভর মানুষ হাতিদের তাড়া করছে এবং হাতিও মানুষদের তারা করছে। এছাড়াও হাতি চলাচলের রাস্তায় এবং যত্রতত্র আগুন জ্বালিয়ে রাখায় হাতি বিভ্রান্তের মধ্যে পড়ে আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা স্থানীয়দের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সচেতনতামূলক কার্যক্রম করছে যেন মানুষ সচেতন হয় এবং হাতে থেকে নিরাপদ স্থান বজায় রাখে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান জানান,গত কয়েকদিন ধরে ভারতীয় বন্য হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে। খবর পেয়েই এলাকায় গিয়েছি এবং পুলিশ টহল জোরদার করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com