জেলার তারাকান্দা উপজেলায় আজ ট্রাক চাপায় সিএনজি- চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলকবার দুপুর ১১টার দিকে তারাকান্দা উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে গোপালপুর খামারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মন্ডল ও সিএনজি-চালিত অটোরিকশার চালক উপজেলার ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সোহাগ মন্ডল তার স্ত্রীকে নিয়ে সিএনজি-চালিত অটোরিকশা যোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে সিএনজি-চালিত অটোরিকশাটি খামারবাজার এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সোহাগ মন্ডল ও সিএনজি-অটোরিকশার চালক নিহত হন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com