ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের তরমুজ চারা উপরে ফেলেছে প্রতিপক্ষ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর গলাচিপায় চরকাজল ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মতিলাল হাওলাদার নামে এক কৃষকের তরমুজ চারা উফরে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ওই কৃষকের তরমুজ ক্ষেতে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মঙ্গলবার ২০ ডিসেম্বর সকালে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার ও ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষক মতিলাল হাওলাদার তার পত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। তিনি এবার ওই জমিতে তরমুজ চারা রোপণ করেছেন। প্রতিপক্ষরা গত ১৯ ডিসেম্বর সকালে জোরপূর্বক তরমুজ ক্ষেতে প্রবেশ করে জমি জবরদখল করার চেষ্টা করলে কৃষক মতিলাল বাঁধা প্রদান করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষককে মারধর করে। এসময় অভিযুক্তরা মতিলাল হাওলাদারের ১ একর জমিতে লাগানো তরমুজ চারা উফরে ফেলে দেয়। এর ফলে বাদীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন। এছাড়াও বাদীর কাছে থাকা শ্রমিকদের দেয়ার জন্য রাখা নগদ ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে। তখন আসামীগণ হত্যার হুমকি ধমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে কৃষক মতিলাল হাওলাদার উফরে ফেলা তরমুজ চারা নিয়ে ন্যায় বিচার পেতে কোর্টে হাজির হন এবং বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন শুধাংসু মুধি(৪০), অনুকূল মন্ডল (৩৮), মাহফুজ হাওলাদার (৪২), সিহাব হাং (২২), বিজন মন্ডল (২৮), রিপন মন্ডল(৩৫), তপন মন্ডল(২৬), মারুফ হাং(১৯), সৌরভ মুদি(১৮), মোঃ ইকবাল হাং(৪০), রিনা রানী(৩৫), সুমা রানী (১৯), মোঃ হাসান সরদার (৩৫), মোঃ মোহসীন সরদার (৩৮), মোঃ সজীব পাহলান (২৫) সহ অজ্ঞাত কয়েকজন। এবিষয়ে বাদী মতিলাল হাওলাদার বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে আমি তরমুজ চাষ করেছি। প্রতিপক্ষরা হঠাৎ করে জমি জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে তরমুজ চারা উপরে ফেলে নষ্ট করে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। তিনি আরও বলেন, কষ্টের চাষাবাদ করা ফসল যারা নষ্ট করেছে এবং এতবড় ক্ষতি সাধন করেছেন তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার ও ক্ষতিপূরণ আদায় করতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com