নেত্রকোণার দুর্গাপুরে খ্রীষ্টান সম্পদ্রায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় স্পন্সর শিশুদের মাঝে বড়দিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নানা আয়োজনে শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে পাস্টার কম্প কুমার ম্রং, পাস্টার মিহির কুবি, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, প্রকল্প সহায়ক কৃপাঞ্জলী চাম্ভুগং সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com