গাইবান্ধার পলাশবাড়িতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০ বছরে পদার্পণ উপলক্ষে পলাশবাড়ি প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পলাশবাড়ি উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহসভাপতি সাইদুর রহমান মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের পলাশবাড়ি প্রতিনিধি সাংবাদিক মাসুদার রহমান মাসুদ প্রমুখ।
পরে কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।
এসময় বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com