ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নগরকান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।
এসময় ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com