ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

গলাচিপা পৌর শহরে এক রাতে ৬ গরু চুরি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর গলাচিপায় এক রাতেই একই গোয়ালের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ড রতনপুর এলকায় এ চুরি সংঘটিত হয়। স্থানীয় সূত্র জানায়, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কুদ্দুস প্যাদার ৬টি গরু চুরি হয়েছে। যার মধ্যে ৪টি গাভী ও ২ টি বাচ্চা রয়েছে। এতে আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে পাশের বাড়ির একজন গরু ঘরের তালা ভাংগা দেখে খবর দেয়। এসময় কুদ্দুস প্যাদা দ্রুত এসে দেখে তার গোয়ালের ৭টি গরুর ৬টি গরু নেই। এতে করে কুদ্দুস প্যাদা একরকম নিঃস্ব হয়ে গেছে বলে জানান। কুদ্দুস প্যাদার মেয়ে বলেন, এর আগেও গত বছর ৪টি গরু চুরি হয়েছে। পরে এর কোন হদিস পাওয়া যায়নি। এবছর আবার ৬টি গরু নিয়ে গেলো। কারা এই কাজটি করছে। এর পিছনে কারা আছেন। আমরা আইনের কাছে বিচার চাই এবং সঠিক তদন্ত করে চোর ধরে আইনের কাছে হস্তান্তর করা হোক। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা চুরির খবর পেয়েছি এবং সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com