ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগীর চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপোর অধিনায়ক কর্নেল মো: তুহিন হাসান। এসময় উপস্থিত ছিলেন- মিলিটারি ফার্ম সাভারের অধিনায়ক কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য্য, আরভিএন্ডএফ ডিপোর উপ-অধিনায়ক লে: মো. মোশফেকুজ্জামান খান, মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন মারুফ, ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম জাহান, চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভেটেরিনারি ক্যাম্পেইনে ২৬৭০টি গরু, ৭৯৩টি ছাগল ও ভেড়া এবং ২২৫০টি হাঁস-মুরগিসহ ৩৩০টি কবুতরকে বিনামূল্যে প্রয়োজনীয় কৃমিনাশক, টিকা, ঔষধসহ লালন পালনের পরামর্শ প্রদান করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com