ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা,বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকার মারকাজুল উলূম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও বসতঘরে দেশীয় অস্ত্র ধারা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জন অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শাহাদাত হোসেন।

এ ঘটনা পরপরই জড়িত ৪জন কে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন ময়মনসিংহের গৌরীপুরের রানা(১৯),রবিকুল(১৮),ইমন(১৮),তুহিন(১৮)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে (০৭ জানুয়ারি) শনিবার বিকালে শাহাবুদ্দিন,মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী রামদা,কিরিচ, কাতন সাবল,কুচ,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশে আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণ মূল্য অনুমান তিন লাখ পঁচাশি হাজার টাকা লুট নিয়া যায়। এবং দেশীয় অস্ত্র দিয়ে বসতঘর সংলগ্ন কওমী মহিলা মাদ্রাসা ও আসবাপত্র কুপিয়ে তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে।

শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন,মোতালেব সহ ১২-১৩ জনের এর নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর নগদ টাকা ও স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে ও এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শিব্বির আহামেদ তালুকদার বলেন,এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীদের আইনি সহায়তার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে হামলাকারী সন্ত্রাসী শাহাব উদ্দিন এবং আব্দুল মোতালেবসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com