নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষে ৫ হাজার কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে গরীব, দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দল হক কচি, ইউনিয়ন আ’লীগের সভাপতি হানিফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক নুর নবী মানিক, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন ও সাবেক ইউপি সদস্য সোহাগ মেম্বার প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল কাদের মির্জা বলেন, আমরা প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষে প্রতিনিয়ত অসহায় গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com