নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা নামক গ্রামে তৈরি হয় নতুন রাস্তা। যা দীর্ঘদিন ধরে রাস্তাটি অকেজো হয়ে পরে ছিল।এতে করে লোকজনের চলাচলে বাধার সৃষ্টি হয় ও নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। উক্ত রাস্তায় চলাচলমূখী প্রায় ১৫০টি পরিবার।
৪ ফুট উচ্চতা ও ১০ ফুট চওড়া প্রায় হাফ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ অতিসম্প্রতি শুরু করা হয়েছে। রাস্তাটি নির্মাণ কাজ হওয়ায় এলাকাবাসীর মুখে ফুটে ওঠে হাসির রুপরেখা। গ্রামের বাসিন্দা জাকারিয়া ও রফিকুল ইসলাম বলেন,রাস্তাটি তৈরি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সরকার বলেন, আমি জনগণের চেয়ারম্যান। একমাত্র জনগণের উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো। তিনি আরও বলেন সরকারের দেওয়া প্রতিটি অনুদানই যেনো আমি সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি আমি সে চেষ্টা করে যাবো। রাস্তাটি নির্মাণের পর খুব সহজেই এলাকার বাসিন্দারা সড়কে উঠতে পারবেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com